সময়ের হিসাব :


দণ্ড :

এক সূর্যোদয় থেকে আরেক সূর্যোদয় পর্যন্ত সময়কে মোট ৬০টি দণ্ডে ভাগ করা হয়েছে
২৪ ঘন্টা = ৬০ দণ্ড
বা ১ ঘন্টা = (৬০÷২৪) দণ্ড বা ২.৫ দণ্ড
অতএব ২.৫ দণ্ড = ১ ঘন্টা
বা ২.৫ দণ্ড = ৬০ মিনিট
বা ১ দণ্ড = (৬০÷২.৫) মিনিট বা ২৪ মিনিট


অষ্টপ্রহর :
৮ প্রহর = ৬০ দণ্ড
বা ৮ প্রহর = ২৪ ঘন্টা (৬০ দণ্ড = ১ দিবারাত্রি)
বা ১ প্রহর = (২৪÷৮) ঘন্টা
বা ১ প্রহর = ৩ ঘন্টা

পলক :
ইউরোপিয়ান রীতিতে আমরা জানি
১০০০০০০ নেনোসেকেন্ড = ১ মিলিসেকেন্ড
১০০০ মিলিসেকেন্ড = ১ সেকেন্ড
৬০ সেকেন্ড = ১ মিনিট
৬০ মিনিট = ১ ঘন্টা
২৪ ঘন্টা = ১ দিন। (দিবারাত্রি)
৭ দিন = ১ সপ্তাহ
৩০ দিন = ১ মাস
১২ মাস বা ৩৬৫ দিন = ১ বছর
১০০ বছর = ১ শতাব্দী

কিন্তু সত্যিকারের নক্ষত্রীয় সময়ে ৬০ সেকেন্ড = মিনিট নয়, বরং ৫৯.৮৩৬১৭ সেকেন্ড = মিনিট হয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন