বিয়ের আঙটি কেন অনামিকা-তেই পরানো হয় ?


প্রায় সবাই জানে যে, হাতের পাঁচটি আঙুলের মধ্যে বিয়ের আঙটি বা ওয়েডিং রিং শুধু অনামিকা-তেই পরানো হয়তবে কেন অনামিকা-তেই পরানো হয় জানেন কি?

চাইনিজ দের অনেকেই বিশ্বাস করেন হাতের পাঁচটি আঙুল পাঁচটি সম্পর্ক-কে প্রতিনিধিত্ব করে এ বিষয়ে প্রচলিত চমকার একটি মতবাদ রয়েছে!

পাঁচটি সম্পর্ক :
বৃদ্ধাঙ্গুলি (প্রথম আঙুল)    = পিতা-মাতা
তর্জনী (দ্বিতীয় আঙুল)     = ভাই- বোন
মধ্যমা (তৃতীয় আঙুল)     = নিজেকে
অনামিকা (চতুর্থ আঙুল)   = জীবন সঙ্গী (স্বামী/স্ত্রী)
কনিষ্ঠা (পঞ্চম আঙুল)     = সন্তান


এবার দারুণ মজার একটি পরীক্ষা দেখে নিন: 

(১) প্রথমে দুই হাতের তালু পরস্পরের মুখোমুখি রেখে দুই হাতের দশটি আঙুল এক করুন মধ্যমা দুইটি ভাঁজ করে পিঠাপিঠি লাগান এবার অন্য চারটি আঙুলের ফিঙ্গার টিপ পরস্পর পরস্পরকে স্পর্শ করে থাকবে

(২) বৃদ্ধাঙ্গুলি দুইটি পরস্পর হতে পৃথক করুনদেখবেন পৃথক হয়ে যাবেবাবা-মা সারাজীবন আপনার সাথে থাকবেন না, আগে পরে উনারা আপনাকে ছেড়ে চলে যাবেন। (বৃদ্ধাঙ্গুলি দুইটি আবার পূর্বের অবস্থায় নিয়ে আসুন)

(৩) এবার তর্জনী দুইটি পরস্পর হতে পৃথক করুনপৃথক হয়ে যাবেভাই-বোন- দেরও নিজেদের সংসার হবে, জীবনের বাস্তবতায় তারাও একদিন আপনার থেকে পৃথক হয়ে যাবে। (তর্জনী দুইটি আবার পূর্বের অবস্থায় নিয়ে আসুন)

(৪) এবার কনিষ্ঠ আঙুল দুইটি পৃথক করুন, এই আঙুল দুইটিও পৃথক হয়ে যাবেএকটা নির্দিষ্ট বয়সের পর আপনার সন্তানরাও বড় হবে, স্বাবলম্বী হবে তাদেরও ঘর সংসার হবেএমনকি হয়তো তারাও আপনার থেকে পৃথক হয়ে যাবে। (কনিষ্ঠা দুইটি আবার পূর্বের
অবস্থায় আনুন)

(৫) এবার অনামিকা দুইটি পরস্পর থেকে পৃথক করার চেষ্টা করুনআপনি দেখে বিস্মিত হবেন অনামিকা দুইটি পৃথক হচ্ছেনা! আপনি আবারও চেষ্টা করে দেখতে পারেন অনামিকা পৃথক করা সম্ভব হবেনাআপনার জীবনসঙ্গী আপনার সারা জীবনের সাথী, একে অন্যের সাথে সুখে দুঃখে পাশাপাশি এবং কাছাকাছি থাকবেন ঠিক অনামিকার মত যতদিন বেঁচে থাকবেন! 


** প্রথমেই মধ্যমা (তৃতীয় আঙুল) দুইটি ভাঁজ করে রেখেছিলেন যা দিয়ে আপনি নিজেকেই বুঝিয়েছেনআপনার সাথে সব সম্পর্কগুলো সঠিক ও সুন্দর ভাবে থাকবে যদি ভাঁজ করা মধ্যমা আঙুলের মত আপনি সবার সাথে ধর্য্যশীল ও বিনয়ী হয়ে থাকেন। 



[[ ধন্যবাদভাল থাকুন এবং সুখে থাকুন। ]]

জাতীয় দিবসসমূহ :

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
১০ জানুয়ারি
শহীদ আসাদ দিবস
২০ জানুয়ারি
জনসংখ্যা দিবস
২ ফেব্রুয়ারি
শহীদ দিবস/আন্তঃ মাতৃভাষা দিবস
২১ ফেব্রুয়ারি
জাতীয় পতাকা দিবস
২ মার্চ
রাষ্ট্রভাষা দিবস
১১ মার্চ
শিশু দিবস
১৭ মার্চ
ছয়দফা দিবস
২৩ মার্চ
কালোরাত্রি দিবস
২৫ মার্চ
স্বাধীনতা দিবস/জাতীয় দিবস
২৬ মার্চ
প্রতিবন্ধী দিবস
৫ এপ্রিল
মুজিবনগর দিবস
১৭ এপ্রিল
পলাশী দিবস
২৩ এপ্রিল
পরিবেশ দিবস
৫ জুন
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
১ জুলাই
জাতীয় শোক দিবস
১৫ আগস্ট
আয়কর দিবস
১৫ সেপ্টেম্বর
জেলহত্যা দিবস
৩ নভেম্বর
সংবিধান দিবস
৪ নভেম্বর
জাতীয় সংহতি ও বিপ্লব দিবস
৭ নভেম্বর
শহীদ নূর হোসেন দিবস
১০ নভেম্বর
মুক্তিযোদ্ধা দিবস
১ ডিসেম্বর
স্বৈরাচার পতন দিবস
৬ ডিসেম্বর
বেগম রোকেয়া দিবস
৯ ডিসেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস
১৪ ডিসেম্বর
বিজয় দিবস
১৬ ডিসেম্বর

আন্তর্জাতিক দিবসসমূহ :

জানুয়ারি
২৬ জানুয়ারি- শুল্ক দিবস
ফেব্রুয়ারি
৪ ফেব্রুয়ারি- ক্যান্সার দিবস
১৪ ফেব্রুয়ারি- ভালোবাসা দিবস
২০ ফেব্রুয়ারি- সামাজিক ন্যায়বিচার দিবস
২১ ফেব্রুয়ারি- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
মার্চ
৮ মার্চ- নারী দিবস
২১ মার্চ- বর্ণবৈষম্য নির্মূল দিবস
২১ মার্চ- বন দিবস
২১ মার্চ- কবিতা দিবস
২২ মার্চ- পানি দিবস
২৩ মার্চ- আবহাওয়া দিবস
এপ্রিল
২ এপ্রিল- অটিজন সচেতনতা দিবস
৭ এপ্রিল- স্বাস্থ্য দিবস
২২ এপ্রিল- ধরিত্রী দিবস
২৩ এপ্রিল- বই দিবস
২৭ এপ্রিল- শিশু দিবস
২৯ এপ্রিল- আন্তর্জাতিক নৃত্য দিবস
মে
১ মে- মে দিবস/ বিশ্ব শ্রমিক দিবস
৩ মে- সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিবস
৮ মে- রেডক্রস দিবস
২য় রোববার- মা দিবস (২০১১ সালে ৮ মে)
১৫ মে- পরিবার দিবস
১৭ মে- টেলিযোগাযোগ দিবস
১৮ মে- জাদুঘর দিবস
২৯ মে- জাতিসংঘ শান্তিরক্ষী দিবস
৩১ মে- ধূমপানবিরোধী দিবস
জুন
৫ জুন- পরিবেশ দিবস
৮ জুন- সাগর দিবস
১২ জুন- শিশুশ্রম প্রতিরোধ দিবস
২০ জুন- শরণার্থী/উদ্বাস্তু দিবস
২৩ জুন- অলিম্পিক দিবস
২৬ জুন- মাদকবিরোধী দিবস
জুলাই
১১ জুলাই- জনসংখ্যা দিবস
১৮ জুলাই- নেলসন ম্যান্ডেলা দিবস
আগস্ট
১ আগস্ট- বিশ্ব মাতৃদুগ্ধ দিবস
৬ আগস্ট- হিরোশিমা দিবস
১ম রবিবার- বন্ধুত্ব দিবস (২০১১ সালে ৭ আগস্ট)
৯ আগস্ট- নাগাসাকি দিবস
৯ আগস্ট- আদিবাসী দিবস
১২ আগস্ট- যুব দিবস
২৪ আগস্ট- নারী নির্যাতন প্রতিরোধ দিবস
২৯ আগস্ট- নিউক্লিয়ার অস্ত্র পরীক্ষা বিরোধী দিবস
সেপ্টেম্বর
৮ সেপ্টেম্বর- স্বাক্ষরতা দিবস
১৫ সেপ্টেম্বর- গণতন্ত্র দিবস
২৭ সেপ্টেম্বর- পর্যটন দিবস
২৮ সেপ্টেম্বর- তথ্য অধিকার দিবস
অক্টোবর
১ অক্টোবর- প্রবীণ দিবস
৫ অক্টোবর- শিক্ষক দিবস
৯ অক্টোবর- ডাক দিবস
১০ অক্টোবর- মানসিক স্বাস্থ্য দিবস
১১ অক্টোবর- দর্শন দিবস
২য় বৃহস্পতিবার- অন্ধত্ব/সাদা ছড়ি দিবস (২০১১ সালে ১৩ অক্টোবর)
১৪ অক্টোবর- শিশু দিবস
১৬ অক্টোবর- খাদ্য দিবস
২৪ অক্টোবর- জাতিসংঘ দিবস
নভেম্বর
১৬ নভেম্বর- সহিষ্ণুতা দিবস
১৯ নভেম্বর- টয়লেট দিবস
২০ নভেম্বর- শিশু দিবস
৩য় রবিবার- সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্মরণে দিবস (২০১১ সালে ২০ নভেম্বর)
২১ নভেম্বর- টেলিভিশন দিবস
২৯ নভেম্বর- সংহতি দিবস
ডিসেম্বর
১ ডিসেম্বর- এইডস দিবস
২ ডিসেম্বর- দাসপ্রথা বিলোপ দিবস
৩ ডিসেম্বর- বিকলাঙ্গ/পঙ্গু/প্রতিবন্ধী দিবস
৯ ডিসেম্বর- দুর্নীতি বিরোধী দিবস
১০ ডিসেম্বর- মানবাধিকার দিবস
১৮ ডিসেম্বর- প্রবাসী দিবস