উইন্ডোজের পাসওয়ার্ড উদ্ধার

উইন্ডোজের পাসওয়ার্ড রিকভার করতে হিরেন বুট সিডি অন্যতম। হিরেন বুট সিডির প্রায় ২০০টির মত টুলসের মধ্যে পাসওয়ার্ড রিকভার টুলস দ্বারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে কোন ইউজারের পাসওয়ার্ড মুছে ফেলা যায়।
এজন্য প্রথমে হিরেন বুট সিডি কম্পিউটারে প্রবেশ করালে হিরেন বুট মেনু আসবে তারপর Start Hiren’s Boot CD নির্বাচন করে এন্টার দিন। হিরেন বুট সিডি চালু হবে। এবার Password & Recovery Tool নির্বাচন করে এন্টার চাপুন।
Active Password Change XP+ নির্বাচন করে এন্টার চাপুন এবং ওয়ার্নিং ম্যাসেজ আসলে YES করুন এবার MS SAM (পাসওয়ার্ড ডেটাবেস) ফাইলটি পেতে ২ চাপুন (কম্পিউটারে একাধিক উইন্ডোজ ইনস্টল থাকলে একাধিক ড্রাইভের SAM ফাইল লোকেশন আসবে) । এবার নির্বাচন করে এন্টার চাপুন এখন উইন্ডোজের সকল ইউজার দেখা যাবে।
এবার যে ইউজারের পাসওয়ার্ড মুছতে হবে সেটির নম্বর নির্বাচন করে এন্টার চাপুন। এবার Clear this User’s Password নির্বাচন করে Y চাপুন। এবার নিচে নিশ্চিতকরন ম্যাসেজ আসবে। এবার Esc চেপে বেড় হয়ে আসুন এবং Restart লিখে এন্টার চাপুন। কম্পিউটার রিস্টার্ট নিবে।

উইন্ডোজে NTLDR মিসিং

অনেক সময় উইন্ডোজে প্রবেশের সময় NTLDR is Missing বা Boot: Couldn’t find NTLDR ম্যাসেজ দেখায় । NTLDR মিসিং নানা কারনে দেখায় যেমন- (১) NTLDR বা NTDETECT.COM ফাইল নষ্ট, (২) boot.ini ফাইলে ত্রুটি, (৩) নন বুটেবল সোর্স থেকে বুট, (৪) boot sector বা master boot বিকৃত হওয়া, (৫) সিস্টেম ড্রাইভের পার্টিশন আপডেট করা, ৬) বায়োজে হার্ডডিক্স সেটআপ না থাকা, (৭) নতুন হার্ডডিক্স যোগ করা, (৮) হার্ডডিক্স ক্যবলে ত্রুটি, (৯) নতুন সংযুক্ত ইউএসবি ডিভাইসে ত্রুটি থাকা এবং ১০) উইন্ডোজ নষ্ট হওয়া। অনেক ক্ষেত্রে ভাইরাস ও এই সমস্যা করতে পারে।

সমাধান : কয়েক বার কম্পিউটার রিস্টার্ট দিন যদি সমাধান না হয় হার্ডডিক্সের ক্যবল খুলে ভালভাবে লাগান বা পরিবর্তন করে দিন অথবা উইন্ডোজের সিডি দ্বারা বুট ফাইলগুলো প্রতিস্থাপন করে দিন। বুট ফাইলগুলো প্রতিস্থাপনের জন্য উইন্ডোজের সিডিটি সিডি ড্রাইভে প্রবেশ করিয়ে কম্পিউটার রিস্টার্ট দিন। এবার press any key to boot from the CD আসলে যেকোন কী চেপে সেটআপ স্ক্রিনে যান। সেটআপ মেনু থেকে R চেপে রিপিয়ার উইন্ডোতে যান এবং ১ চেপে উইন্ডোজ নির্বাচন করুন তারপর Administrator পাসওয়ার্ড দিয়ে এন্টার চাপুন। এবার রুট ড্রাইভের উইন্ডোজ ফোল্ডার থেকে copy e:\i386\ntldr c:\ লিখে এন্টার করে copy e:\i386\ntdetect.com c:\ লিখে এন্টার করুন (এখানে e সিডি ড্রাইভ বুঝানো হয়েছে) সিডি থেকে ফাইলদুটি কপি হলে সিডি রম থেকে উইন্ডোজের সিডি বের করে কম্পিউটার রির্স্টাট দিন।

Spotmau PowerSuite সিডি থেকেও NTLDR ফাইল রিকভার করতে পারেন। Spotmau PowerSuite সিডি বুট করে Windows Recovery এ ক্লিক করুন এবার Windows NT/2000/XP/2003 এ ক্লিক করুন এবং ডায়ালগ বক্স থেকে Recover NTLDR and NTDETECT এ ক্লিক করুন। এখন NTLDR and NTDETECT ডায়ালগে অপারেটিং সিস্টেম (যেমন Windows XP) নির্বাচন করে Recover বাটনে ক্লিক করুন NTLDR ফাইলদ্বয় রিকভার হয়ে যাবে। এখন Spotmau PowerSuite বন্ধ করে সিডি বের করে কম্পিউটার রিস্টার্ট দিন।

অটোরান ভাইরাস ডিলিট

প্রথমে Run এ গিয়ে CMD টাইপ করে ok দিন এবার এই কোডটি লিখে – del /a:rhs [driveletter]: autorun.inf এন্টার চাপুন তারপর Exit লিখে বের হয়ে যান এবং রিস্টাট দিন ।

বাড়িয়ে দিন 20% নেট speed

আমাদের দেশে NET Speed কম থাকায় Windows 7 Professional/Ultimate/Xp/Vista তে Bandwidth Limit Disabe করলে NET Speed একটু বাড়ে।
এজন্য প্রথমে RUN > GPEDIT.msc > Computer Configuration > Administrative Templates > Network > QoS Packet Scheduler তারপর Limit reservable bandwidth এ ডাবল ক্লিক। এবার Enabled select করে 00% দিয়ে Apply করুন Bandwidth Limit Disable হয়ে যাবে।
Windows 7 Home Premium এর জন্য .REG FILE তৈরি করতে হবে।
তৈরি করতে Notepad এ লিখুন
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Policies\Microsoft\Windows\Psched]
“NonBestEfforLimit”=dword:00000000
এবার .txt কে Rname করে .reg লিখুন।

পেনড্রাইভ বা মেমোরি কার্ড সমস্যা

পেনড্রাইভ বা মেমোরি কার্ডে সমস্যা হলে প্রথমে run (Windows Logo+R) এ গিয়ে cmd লিখে enter দিন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তা (যেমন I: , J:, K: ) টাইপ করে attrib -s -r -h -a /s /d কমান্ডটি লিখুন এবং enter দিন।
কমান্ডগুলোর অর্থ :
attrib = attribute
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory

ইউএসবি ডিভাইস থেকে কম্পিউটার বুট

USB Device যেমন ফ্লাশ ডিক্স, মেমোরী কার্ড (৪জিবি/৮জিবি) দ্বারা উইন্ডোজ ইনস্টল করা যায়। প্রথমে ফ্লাশ ডিক্সটিকে বুটেবল উইন্ডোজ করতে হবে। এতে আমাদের উইনটুফ্লাশ সফটওয়্যারটি প্রয়োজন সফটওয়্যারটি উইন্ডোজ এক্সপি, ভিসতা এবং উইন্ডোজ৭ সমর্থন করে। ডাউনলোড লিঙ্ক: www.wintoflash.com
বুটেবল উইন্ডোজ বানাতে ৭ মেগাবাইটের মত ফ্রিওয়্যার উইনটু ফ্লাশ সফটওয়্যারটি চালু করুন। এবার WintoFlash Wizard থেকে Windows File Path এ হার্ডডিক্সে থাকা উইন্ডোজের ফোল্ডার বা সিডি/ডিভিডি ড্রাইভ ব্রাউজ করে ওকে করুন। এবার USB Device এ ব্রাউজ করে আপনার ফ্লাশ ডিক্সটি নির্বাচন করে Next বাটনে ক্লিক করুন। ইউএসবি ডিক্সটি কিছুক্ষণের মধ্যেই বুটবেল হিসাবে তৈরী হয়ে যাবে। USB Device থেকে কম্পিউটার বুট করতে বায়োসের ফাষ্ট বুট হিসাবে USB নির্বাচন করে সেভ করুন ও রিস্টার্ট দিন। USB Device থেকে বুট শুরু হলে 1st, text mode setup (Boot from flash again after finished) নির্বাচন করে সেটআপ করুন তারপর উইন্ডোজের ফাইল কপি শেষ হলে কম্পিউটারটি আবার রিস্টার্ট নিবে এবার 2nd, GUI mode setup, continue setup + 1st start of Windows নির্বাচন করে সেটআপ করুন।