বিশ্বের সবচেয়ে উচু ১৪টি পাহাড় :

বিশ্বের সবচেয়ে উচু পাহাড় ১৪টি ! এগুলো সব কয়টিই আট হাজারী ।।
আট হাজারী হচ্ছে সারা বিশ্বে যাদের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০০০ মিটারের বেশী। আর এজন্য এগুলোই বিশ্বে সবচেয় উচু উচু চুড়া বা পর্বত শৃংগ। এর সবগুলোই এশিয়াতে এগুলো বাংলাদেশের উত্তরের খুব কাছে দেয়াল হয়ে দাড়িয়ে থাকা হিমালয়ে বা এর আশেপাশের পর্বতমালাতেই অবস্হিত। এই ১৪টি আট হাজার মিটার পর্বতশৃংগের পর আরো যত ৭০০০ মিটার শৃংগ আছে , আর এর সংখাও শত শত, তার সবগুলো এশিয়াতে!

 

এভারেষ্ট / Everest
বিশ্বের সর্ব্বোচ্চ চুড়া , টপ অফ দা ওয়ার্ল্ড !
উচ্চতা : 8848 m (29,029 ft)
দেশ :China/Nepal
আরোহন : 3684
মৃত্যু : 210


কে-  /  K2
বিশ্বে উচ্চতায় ২য়, কঠিন হিসেবে নম্বর!
উচ্চতা : 8611 m (28,251 ft)
দেশ : Pakistan/ China
আরোহন : 284
মৃত্যু : 81


কাঞ্চনজংঘা   /Kangchenjunga
বিশ্বের ৩য় সর্ব্বোচ্চ চুড়া !
উচ্চতা : 8586 m (28,169 ft)
দেশ : Nepal/ India
আরোহন : 209
মৃত্যু : 40


লো  / সে- Lhotse
বিশ্বের ৪র্থ সর্ব্বোচ্চ চুড়া !
উচ্চতা : 8516 m (27,940 ft)
দেশ : China/ Nepal
আরোহন : 221
মৃত্যু : 11


মাকালু   Makalu
বিশ্বের ৫ম সর্ব্বোচ্চ চুড়া !
উচ্চতা : 8485 m (27,838 ft)
দেশ : China/ Nepal
আরোহন :234
মৃত্যু : 26


চো   / ওয়ু -Cho Oyu
বিশ্বের ৬ষ্ঠ সর্ব্বোচ্চ চুড়া !
8201 m (26,906 ft)
দেশ : China/ Nepal
আরোহন :2668
মৃত্যু : 39


ধবলগিড়ি   /Dhaulagiri I
বিশ্বের ৭ম সর্ব্বোচ্চ চুড়া !
উচ্চতা : 8167 m (26,795 ft)
দেশ : Nepal
আরোহন : 358
মৃত্যু : 58


মানাসলু / Manaslu
বিশ্বের ৮ম সর্ব্বোচ্চ চুড়া !
উচ্চতা : 8163 m (26,781 ft)
দেশ : Nepal
আরোহন : 297
মৃত্যু : 53


নাংগা পর্বত /   Nanga Parbat
বিশ্বের ৯ম সর্ব্বোচ্চ চুড়া !
উচ্চতা : 8126 m (26,660 ft)
দেশ : Pakistan
আরোহন : 287
মৃত্যু : 64


১০
অন্নপূর্ণা   /Annapurna I
বিশ্বের ১০তম সর্ব্বোচ্চ চুড়া !
উচ্চতা : 8091 m (26,545 ft)
Nepal
আরোহন : 153
মৃত্যু : 59


১১
গাশেরব্রাম   /Gasherbrum I (Hidden Peak)
বিশ্বের ১১তম সর্ব্বোচ্চ পর্বত শৃংগ
উচ্চতা : 8080 m (26,444 ft)
দেশ : China/Pakistan
আরোহন : 265
মৃত্যু : 2


১২
ব্রড পিক   / Broad Peak 
বিশ্বের ১২ তম সর্ব্বোচ্চ পর্বত শৃংগ
উচ্চতা : 8051 m (26,414 ft)
দেশ : China/Pakistan
আরোহন : 359
মৃত্যু : 19


১৩
গাশেরব্রাম   / Gasherbrum II
বিশ্বের ১৩তম উচু পাহাড়
উচ্চতা : 8034 m (26,358 ft)
দেশ : China/Pakistan
আরোহন : 836
মৃত্যু : 19


১৪
শিশাপাংমা   /Shishapangma
বিশ্বের ১৪ তম পাহাড়  
তিব্বতীয় নাম, আর ভারতীয় নাম গোসাই নাথ !
উচ্চতা : 8027 m (26,335 ft)
দেশ : China
আরোহন : 274
মৃত্যু: 23

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন