মজার কিছু গুরুত্বপূর্ণ তথ্য :


চকলেট হলো কুকুরের জন্য বিষ১টা বড় কুকুরকে মারতে সামান্য কয়েক পাউন্ড চকলেটই যথেষ্ট
ব্যাঙের জিভ থাকে উল্টোভাবেসব প্রাণীর জিভ থাকে মুখের ভেতর থেকে, কিন্তু ব্যাঙের জিভ গজায় মুখের একদম সামনে থেকে
হলুদ পোশাক পড়লে আপনাকে ছবিতে বড় দেখায়অন্য দিকে সবুজ কাপড় পড়লে ছোট দেখায় 
মেয়েরা যে লিপস্টিক লাগায় তার অর্ধেক গলাধকরন করে
 যে লোক মিথ্যা বলছে সে সাধারনত উপরে বা তার বাম দিকে তাকায়
 হাতের বুড়ো আঙ্গুলের নখ বড় হয় খুব আস্তে আস্তে, আর সবচেয়ে তাড়াতাড়ি বড় হয় মধ্যমার নখ মানুষের নখ প্রতিদিন .০১৭১৫ ইঞ্চি করে বাড়ে
 খ্রিস্টিয় বিশ্বাস থেকে শয়তান তাড়াতে চার্চে ঘন্টা বাজাতে হয়ঘন্টাধ্বনির প্রতিরুপ শব্দ সৃষ্টির মাধ্যমে শয়তান তাড়াতেই ৎসবগুলিতে গ্লাস ঠোকাঠুকি করা হয়
 লিপস্টিকের প্রধান উপকরন হলো মাছের আশেঁর গুড়া
বিশ্বের সবচেয়ে বড় ফুল 'রাফ্লেসিয়া' আরনল্ডকিন্তু বড় ফুল হলে কি হবে, এর গা থেকে বের হয় পঁচা গোস্তের মত বিশ্রী দুর্গন্ধ
 গরু যখন বুঝতে পারে বৃষ্টি হবে, তখনই মাঠে বসে পড়েকারণ তাদের বসার জন্য অন্তত একটু শুকনো জায়গা রাখতে চেষ্টা করে
 ইমু পাখি আর ক্যাঙ্গারু পেছনের দিকে হাটতে পারেনা
 কেউ যখন ঘুম এর মধ্যে নাক ডাকে এর অর্থ হচ্ছে সে স্বপ্ন দেখছে না 
 আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে মনে রাখতে পারে
একটা তেলাপোকা তার মাথা ছাড়া দিন পর্যন্ত বেচে থাকতে পারে
সিংঘের গর্জন মাইল দূর থেকেও শোনা যায়
 সামুদ্রিক হাংগর মানুষকে হাতের কাছে পেলে মেরে ফেলে কিন্তু অবাক বিষয় মানুষের হাতেই বেশী হাংগর মারা পড়েছে
 কাচ আসলে বালু থেকে তৈরী
 আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেনবিশ্বাস না করলে একবার ট্রাই করতে পারেন
একটি রক্ত কনিকা আমাদের পুরো দেহ ঘুরে আস্তে সময় নেয় ২২ সেকেন্ড
 আপনার যদি একটা তারকা গুনতে সেকেন্ড সময় লাগে তাহলে একটা গ্যালাক্সির সব তারকা গুনতে সময় লাগবে হাজার বছর
 শামুকের ২৫ হাজার দাত আছে
 চোখ খুলে হাচি দেয়া সম্ভব না
 বিড়াল ১০০ রকম শব্দ করতে পারে অথচ কুকুর পারে ১০ রকম
 পৃথিবীর প্রানীদের মধ্যে ৮০ ভাগই হচ্ছে পোকামাকড়
 মানুষ তার জীবনের এক তৃতীয়াংশ ঘুমিয়ে কাটায়
 পৃথিবীর আঁশি ভাগ প্রাণীর পায়ের সংখ্যা ছয়টি
 ছোট্ট একটা ব্যাঙ হজম করতে একটা সাপের বায়ান্ন ঘণ্টা সময় লাগে
 মানুষের জন্ম নিয়ন্ত্রণ বড়ি গরিলাদের ক্ষেত্রেও কাজ করে
 একটা জোঁকের মস্তিষ্কের সংখ্যা বত্রিশ টি
 যখন একটি কাঁচ ভাঙ্গে, তখন এর ফাটল প্রায় তিন হাজার মাইলেরও বেশি গতিতে ছড়ায়
 বিদ্যুত বাতির উদ্ভাবক টমাস আল্ভা এডিসন অন্ধকারকে ভয় পেতেন
 আপনার হৃদয় দিনে এক লক্ষ বার বিট করে
কোন এক সময় মিশরের মানুষরা পাথরের বালিশে ঘুমাত
বছরে আড়াই হাজারের এর বেশি বামহাতি মানুষ মারা যায় দানহাতি মানুষের জন্য তৈরি পণ্য/যন্ত্র ব্যবহার করতে গিয়ে
 জর্জিয়ায় কোন নরসুন্দর তার মূল্যের বিজ্ঞাপন দিতে পারবে না
 কুকুর বিড়ালের ঝগড়া করা উত্তর ক্যারোলিনায় আইন বিরোধী
 জাপানে কোন মেয়েকে ছেলে ডেটিংয়ে যেতে বললে মেয়েটি আইন অনুসারে না করতে পারবে না
 আপনার পুরো জীবনে আপনি প্রায় ষাট হাজার পাউন্ড খাবার গ্রহন করেন, যা ছয়টি হাতির ওজনের সমান
 ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়
হাঁচি আপনার মুখ দিয়ে প্রতি ঘণ্টায় এক মাইল বেগে বের হয়
 প্রতিদিন একজন সুস্থ্য মানুষ গড়ে ছয় বার টয়লেটে যায়
 টারান্টুলানামক মাকড়সা খাবার ছাড়া আড়াই বছর বেঁচে থাকতে পারে
 প্রতি বছর নীল নদের তীরে প্রায় এক হাজার মানুষ মারা যায় শুধু কুমিরের শিকার হয়ে
পৃথিবীতে প্রতি বছর হাঙরের আক্রমণে যে পরিমাণ মানুষ মারা যায় তারচেয়ে বেশি মানুষ মারা যায় মাথায় নারিকেল পড়ে
কফি চায়ের চেয়ে বেশি উপকারী এবং শরীরের মেদ কমাতে সাহায্য করে
 বজ্রপাতে প্রতি বছর প্রায় এক হাজার লোক মারা যায়
 মাধ্যাকর্ষন শক্তি থেকে বের হতে একটি রকেটকে সেকেন্ডে সাত মাইল গতিতে চলতে হয় অর্থাত্ঘণ্টায় চারশ বিশ মাইল গতিতে
 কিছু প্রজাতির বাঁশ দিনে তিন ফুট পর্যন্ত বাড়ে
 পিপড়া কখনো ঘুমায় না
 বিশ হাজার প্রজাতির মৌমাছির মধ্য মাত্র চার প্রজাতির মৌমাছি মধু তৈরি করতে পারে
 একটা মানুষের শরীরের সবটুকু রক্ত খেতে এক লক্ষ বিশ হাজার মশা যথেষ্ট
 পাখিদের মধ্যে যারা নীলরঙ দেখতে পায় তাদের মধ্যে প্যাঁচা অন্যতম
 আমাদের পৃথিবীতে প্রতি মিনিটে ছয় হাজার বার বজ্রপাত হয়
  মানুষ বছরে প্রায় এক কোটি বার চোখের পাতা মিটমিট করে
 পৃথিবীর সমস্ত পারমাণবিক অস্ত্রের মোট শক্তি = দশ মিনিট স্থায়ী ঘুর্নিঝড় সমান
  যদি আগুন দিয়ে বিছা )scorpion) কে ঘিরে ফেলা হয় তাহলে সেটি নিজেই নিজেকে হুল ফুটিয়ে আত্মহত্যা করে
 একজন মানুষের রক্তের পরিমাণ তার শরীরের মোট ওজনের তের ভাগের এক ভাগ
 সব খাবারই পচঁনশীল শুধু মধু বাদে
 সমগ্র পৃথিবীতে একত্রেও যত পরিমাণ লেক নেই, শুধু কানাডায় তার চেয়ে বেশি লেক আছে
 যে ঘরে বাতির রঙে নীল হবে সে ঘরে মশার সংখ্যা বেড়ে যাবেকারণ মশারা নীল রঙের প্রতি দুর্বল
 চার ঘন্টার ভেতর একশ কাপ কফি পান করলে নিশ্চিত মৃত্যু হবে
 হাঁচি দেওয়ার সময় মানুষের হার্টবিট বন্ধ থাকে
 পাইন ট্রি গাছের শিকড় ত্রিশ মাইল পর্যন্ত লম্বা হতে পারে
 অটিস্টিক রোগীদের প্রায় ৬৫% বাঁহাতি
 একজন মানুষ যখন মারা যায় তখন শ্রবণেন্দ্রিয় সবশেষে নিষ্ক্রিয় হয় সর্বপ্রথম নিষ্ক্রিয় হয় দৃষ্টিশক্তি এর পর একে একে যথাক্রমে স্বাদ, গন্ধ স্পর্শেন্দ্রিয় নিষ্ক্রিয় হয়
                                                                   [ সংগৃহীত ]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন