.jpg)
এই ফুলের
বৈজ্ঞানিক নাম "Impatiens Psittacina Hook.f"
এই ফুল প্রথম
আবিস্কার হয় বার্মার
শান নামক অঞ্চলে
আর আবিস্কার করেন "এ,
এইচ,
হিল্ডাব্রান্ড"। আবিস্কারের পরেই কিন্তু
এই ফুলের অস্তিত্ত
সম্পর্কে সবাইকে জানানো
হয় নাই। ১৮৯৯
সালে প্রথমে এই
ফুলের বীজ সংগ্রহ
করে তা পাঠিয়ে
দেওয়া হয় "রয়্যাল গার্ডেন" এ,
তারপর এই রয়্যাল
গার্ডেনেই ১৯০০ সালে
প্রথম ফুল ফোটে।
বলতে পারেন মানুষের
পর্যবেক্ষনে প্রথম এই
ফুল ফুটানো হয়।
কেননা এই ফুল
এর আগে সবার
অগোচরে বনাঞ্চলেই ফুটতো।
এরপর ১৯০১ সালে
উদ্ভিদ বিজ্ঞানী "জোসেফ ড্যালটন
হুকার"
সর্বপ্রথম এই ফুলের
অস্তিত্ত সম্পর্কে বিশ্ববাসীকে
অবিহত করেন।
.jpg)
বাতাসের আদ্রতা
অনেক বেশী সেই
সকল জায়গায় বেশী
জন্মায়। আর এই
ফুলের রঙ হাল্কা
বেগুনী এবং গাঢ়
লাল রঙের হয়।
আর এই দু'টি
রঙকে মাঝখানের সাদা
রঙ আলাদা করে
রেখেছে।