"ওয়াদি আল সালাম" (Wadi Al-Salaam) হচ্ছে পৃথিবীর সব
থেকে বড়
কবরস্থান। এটি শিয়া মুসলিম ধর্মালম্বিদের গোরস্থান। এটি ইরাকের পবিত্র শহর "নাযাফ" (Najaf) এ অবস্থিত। প্রতি বছর এখানে অর্ধ মিলিয়ন মৃত লোককে নতুন করে কবর দেওয়া হয়
আর এই
কবরস্থান ১৪৮৫.৫ একর জমি নিয়ে গড়ে উঠেছে। এই
কবর স্থান মূলত গড়ে উঠেছে "ঈমাম ইবনে আবি তালিব" এর কবরকে কেন্দ্র করে। যিনি ছিলেন শিয়া মুসলিমদের প্রথম ঈমাম এবং সুন্নি মুসলিমদের ৪র্থ খালিফা। এই
কারনে ইরাকে যারা মারা যান তাদের অনেকের মনের ইচ্ছা থাকে যে তাদের যেন এখানে কবর দেওয়া হয়। এই
কারনে ইরাকের প্রায় ৯০% শিয়া মুসলিমদের কবর এখানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন