* তেলাপোকা মাথা ছাড়া প্রায় ৭ দিন বাঁচতে পারে
* পিপড়া ঘুমায় না(বিশ্রাম নেয় না)
* এফিড মেটিং ছাড়াই বংশ বৃদ্ধি করতে পারে।
* ড্রাগন ফ্লাই সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন পোকা (ঘন্টায় ৫০ মাইল)
* প্রতি বছর কৃষি খাদ্যের ১/৩ ভাগ পোকার পেটে যায়
* সারা জীবনে একটি কর্মী মৌমাছি এক চা চামুচের ১/১২ ভাগ মধু আহরণ করতে পারে
* এক মাকড়সার জাল থেকে অন্য মাকড়সার জালের পার্থক্য থাকবেই(একই জাতের হইলেও)
* মশার কারনে বছরে ২ মিলিয়ন মানুষ মারা যায়
* পোকার রক্তের রং হলুদ
* সেৎসি মাছির কারনে বছরে ৬৫০০০ লোক মারা যায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন