ষড় ঋতুর দেশ আমাদের
এই বাংলাদেশ। পালা বদলের খেলায় বিচিত্র
রূপ ও নিজ নিজ বৈশিষ্ট নিয়ে এক এক ঋতুতে অপরুপ
সাজে সজ্জিত হয় আমাদের প্রকৃতি ।
গ্রীষ্ম: বাংলার প্রথম ঋতু গ্রীষ্ম। বৈশাখ-জৈষ্ঠ
এ দুই
মাস গ্রীষ্মকাল। এ সময় প্রচন্ড
রোদে নদী,
খাল-বিলের পানি
শুকিয়ে যায়। তখনই
গাছে গাছে পাকে মিষ্টি রসাল ফল আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, ইত্যাদি। সেই
সাথে গোলাপ, বেলী, বকুল, টগর, পলাশ, কবরী, জবা
ফুলে সাজে প্রকৃতি । গ্রীষ্মের শেষ ভাগে মাঝে মাঝেই
উত্তপ্ত ভূমি বায়ুর তীব্র ছোটাছুটির
কারণে ধেয়ে আসে প্রচন্ড ঝড় কালবৈশাখী।
বর্ষা: আষাঢ়-শ্রাবন এ দুই মাস বর্ষাকাল। বর্ষাকাল এই অঞ্চলের অন্যতম প্রাণের ঋতু। এ সময়ে প্রচন্ড আওয়াজে বিদ্যুৎ চমকায় আকাশ ভেঙে নামে ঝুম বৃষ্টি। নদী, নালা , খাল বিল, পুকুর ডোবা সব পানিতে টইটুম্বুর হয়ে যায়, গাছে গাছে সতেজতার ছোয়া লাগে , জমিতে জমিতে লাগে চাঞ্চল্য। । কেয়া, কদম, কামিনী ফুলে
প্রকৃতি সেজে থাকে অপরূপ সাজে। কখনও অতিবৃষ্টির কারণে দেখা দেয় বন্যা। বন্যা একদিকে যেমন কষ্ট নিয়ে আসে তেমনি আরেক দিকে উজান থেকে
বয়ে নিয়ে আসে পলি মাটি। এই পলি মাটি বাড়িয়ে দেয় ফসলের উৎপাদন ভুলিয়ে দেয় সব কষ্ট ।
শরৎ : ভাদ্র-আশ্বিন এই দুই মাস মিলে আমাদের শরৎ কাল। শরতে আকাশ হয়ে ওঠে নীল এবং সেই নীল আকাশে সাদা সাদা মেঘগুলোতে
সূর্যের আলো মিলে তৈরি করে অপূর্ব এক আলোকচ্ছটা। মৃদু মন্দ ঠান্ডা বাতাস বয়ে চলে প্রকৃতি জুড়ে। এরই মাঝে নতুন অঙ্কুরিত ধানের চারায় মাঠ হয়ে ওঠে উজ্জ্বল । খেলা করে সবুজের মধ্যে সাদা কাশ ফুল ।
হেমন্ত : কার্তৃক - অগ্রহায়ণ এ দুই মাস হেমন্ত কাল। এই সময়ে প্রচন্ড গরমে বাংলার প্রধান ফসল ধান পেকে যায় মাঠে মাঠে। ঘরে ঘরে তখন ফসল তোলার ধুম। নতুন করে আবার ফসল বোনার কাজ শুরু হয়। এসময়ের নির্মল বাতাস প্রকৃতিকে আরও আকর্ষণীয় করে তোলে।
শীত : পৌষ-মাঘ এ দুই মাস নিয়ে আমাদের শীত কাল। প্রকৃতি শুষ্ক ও তাপমাত্রা কমতে শুরু করায় ঠান্ডা লাগতে থাকে, মাঘ মাসে সেই ঠান্ডা তীব্র হয়ে পড়ে। শীতের সব্জীতে ভরে ওঠে বাড়ির আঙিনা। কুয়াশা ভেজা ভোরে খেজুরের কাচা রস শীতের অন্যতম আকর্ষন। সেই সাথে পিঠা পায়েসের মহা উৎসব চলে গ্রাম বাংলায়। সূর্য্যমুখী, গাঁদা ও নানা ফুলে সাজে বাগান।
বসন্ত :
ফাল্গুন-চৈত্র এ দুই মাস মিলে বসন্তকাল। ঋতুরাজ বসন্তের অবস্থান শীত ও গরমের মাঝামাঝি । এ সময় প্রকৃতি সাজে এক অপরুপ সাজে। মিষ্টি সুরে ডেকে যায় কোকিল বয়ে যায় মাতাল করা বাতাস। গাছে গাছে নতুন
পাতা গজায় আগুন রঙ্গা অজস্র শিমুল, পলাশ আর কৃষ্ণচুড়ায় রঙ্গিন হয়ে উঠে প্রকৃতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন