ফেইসবুক ব্লক এর প্রধান কারন হচ্ছে আপনি অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন এবং সেই ফ্রেন্ড রিকোয়েস্ট গুলি এখনও গ্রহন হয়নি। ৫০টির অধিক ফ্রেন্ড রিকোয়েস্ট হলে ফেসবুক আপনাকে ভেরিফিকেশন করতে বলবে। অনেকের কাছে
এই ভেরিফিকেশন খুবই বিরক্তিকর। ভেরিফিকেশন এড়াতে আছে সহজ সমাধান ।
১. প্রথমে এই সাইটে যান
২. আপনি ফেসবুক আইডি তে লগ ইন থাকলে নিচের ছবির মত একটা বক্স আসবে। এখানে okey তে ক্লিক করুন।
৩.এবার নিচের ছবির মত Bulk load এ ক্লিক করুন।
৪. নিচের ছবিতে দেয়া 1. Get Friend Request Data -এ ক্লিক করুন । নতুন একটা popup উইন্ডো ওপেন হবে। সেই উইন্ডোতে কোড দেয়া থাকবে, কোড গুলা কপি করে ৩নং -এ পেস্ট করুন। এবার
Load Friend Request এ ক্লিক করুন।
৫. এখানে আপনি যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ছিলেন তাদের আইডি দেখা যাবে। আইডি এর ডানপাশে Cancel Request বাটন থাকবে।
Cancel Request বাটন এ ক্লিক করলেই তাদের প্রোফাইলে নিয়ে যাবে এরপর প্রোফাইলে থেকে Cancel Request করুন। এভাবে একটা একটা করে Request Cancel করুন।। সব গুল হয়ে গেলে উপরে Refresh লেখা আছে -এতে ক্লিক করুন। Refreshহয়ে গেলে আর কত গুলা বাকি আছে তা দেখা যাবে। ফ্রেন্ড রিকোয়েস্ট বাতিল হয়ে গেলে আশা করি ফেসবুক ব্লক খুলে যাবে ।
ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন