উইন্ডোজের পাসওয়ার্ড রিকভার করতে হিরেন বুট সিডি অন্যতম। হিরেন বুট সিডির প্রায় ২০০টির মত টুলসের মধ্যে পাসওয়ার্ড রিকভার টুলস দ্বারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে কোন ইউজারের পাসওয়ার্ড মুছে ফেলা যায়।
এজন্য প্রথমে হিরেন বুট সিডি কম্পিউটারে প্রবেশ করালে হিরেন বুট মেনু আসবে তারপর Start Hiren’s Boot CD নির্বাচন করে এন্টার দিন। হিরেন বুট সিডি চালু হবে। এবার Password & Recovery Tool নির্বাচন করে এন্টার চাপুন।
Active Password Change XP+ নির্বাচন করে এন্টার চাপুন এবং ওয়ার্নিং ম্যাসেজ আসলে YES করুন এবার MS SAM (পাসওয়ার্ড ডেটাবেস) ফাইলটি পেতে ২ চাপুন (কম্পিউটারে একাধিক উইন্ডোজ ইনস্টল থাকলে একাধিক ড্রাইভের SAM ফাইল লোকেশন আসবে) । এবার নির্বাচন করে এন্টার চাপুন এখন উইন্ডোজের সকল ইউজার দেখা যাবে।
এবার যে ইউজারের পাসওয়ার্ড মুছতে হবে সেটির নম্বর নির্বাচন করে এন্টার চাপুন। এবার Clear this User’s Password নির্বাচন করে Y চাপুন। এবার নিচে নিশ্চিতকরন ম্যাসেজ আসবে। এবার Esc চেপে বেড় হয়ে আসুন এবং Restart লিখে এন্টার চাপুন। কম্পিউটার রিস্টার্ট নিবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন